123
মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার।
এম চোখ ডট কম, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান চালানো হয় শিবপুর গ্রামের জাকের গাইনের ছেলে আলম গাইনের বাড়িতে। যৌথবাহিনী অভিযান চালিয়ে তার ঘরের সামনে গোলার ভিতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে সেনাবাহিনী।
বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান চালায়। অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত আলম গাইন অভিযানের সময় পালিয়ে যায়। অস্ত্র ও গুলি রাখার অপরাধে আলম গাইনের নামে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক আলমগীর গাইনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।