মুজিবনগরে ৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: হরিরামপুর সীমান্ত একাদশ চ্যাম্পিয়ন
এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগরে “৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর ফাইনাল ম্যাচ ও জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর জুলাই যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে শনিবার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দল সমতায় থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে হরিরামপুর সীমান্ত একাদশ বাশবাড়ীয় নুমান টেলিকম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সাকিল আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্সসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন টুর্নামেন্টের সভাপতি আরিফ খাঁন ও সেক্রেটারি তরিকুল ইসলাম। রেফারির দায়িত্ব পালন করেন সাইফুর রহমান সেন্টু, তাকে সহযোগিতা করেন সোহেল রানা ও আব্দুল সবুর।
খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। সেরা গোলকিপারের পুরস্কার পান সুমন, সেরা গোলদাতা শামীম, ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সুমন এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন কানন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সোহেল রানা জানান, আগামীতে স্কুল পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রীড়া ও শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজন করবেন। যেখানে পুরস্কার হিসেবে থাকবে ওমরা হজ পালনের সুযোগ অথবা নগদ ২ লক্ষ টাকা।
এছাড়াও টুর্নামেন্টের সভাপতি আগামী বছরের “৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (সিজন–২)” আয়োজনের ঘোষণা দেন। আগামী ২০২৬ সালের ৩৬ জুলাই, অর্থাৎ ৫ আগস্ট, এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।