মুজিবনগর জাসাসের সভাপতি জুলফিকার খান হেলালের জন্মদিন উদযাপন
এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগর উপজেলা জাসাসের সভাপতি ও খ্যাতিমান কণ্ঠশিল্পী জুলফিকার খান হেলালের শুভ জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।
জুলফিকার খান হেলাল দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ বেতার, খুলনার তালিকাভুক্ত নজরুল সংগীতশিল্পী। মুজিবনগর উপজেলা জাসাসের সভাপতি হিসেবে তিনি তিনবার দায়িত্ব পালন করছেন এবং ২০১১ সালের ৪ঠা এপ্রিল থেকে আজ অবধি এ পদে বহাল রয়েছেন।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সম্পাদক আনিসুজ্জামান টুটুল ,বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিমসহ বিএনপি এবং জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জুলফিকার খান হেলালের সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।