348
আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনার অসান্য অবদানের কথা ভুলবেনা বাংলার মানুষ । তাই দিনটি স্মরণ করে রাখতে মুজিবনগর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুরুতেই মুজিবনগর অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় । বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, মুজিবনগর মুক্তিযোদ্ধা কমান্ড, মুজিবনগর টুরিষ্ট পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুজিবনগর পল্লী বিদ্রৎ, মুজিবনগর বন বিভাগ, আনসার ভিডিপি মুজিবনগর, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাকিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মতিউর রহমান মতিন, পর্যাক্রমে বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার শুভ উদ্বোধন করা হয় ।