মুজিবনগর স্মৃতিসৌধে তরুণ জাগরণ ক্রীড়া সংঘের ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ।
এম চোখ ডটকম, মুজিবনগর :
আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) তরুণ জাগরণ ক্রীড়া সংঘের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আসন্ন এই ক্রিকেট টুর্নামেন্টটি মোট ৫টি ভেন্যুতে ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে একটি আকর্ষণীয় ট্রফিসহ নগদ ২৫ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে একটি ট্রফিসহ নগদ ২০ হাজার টাকা পুরস্কার। টুর্নামেন্টে কোনো বহিরাগত খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না বলে আয়োজকরা জানিয়েছেন।
এই ক্রিকেট টুর্নামেন্টের প্রধান স্পন্সর হিসেবে রয়েছে বসুন্ধরা ফার্নিচার গ্যালারি এবং সার্বিক সহযোগিতায় রয়েছে আনন্দ বাস এক্সপ্রেস।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক মো. লালচাঁদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম, নাহিদ, নাজমুল, মাহাফুজ, রাফিউল, সম্রাট, হারুন, শামিমসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামী ১০ জানুয়ারি, শনিবার চোকশ্যামনগর খেলার মাঠে অনুষ্ঠিত হবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মুজিবনগর স্মৃতিসৌধে তরুণ জাগরণ ক্রীড়া সংঘের ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন
1
previous post