7
মেহেরপুরে এমপিওভূক্ত স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত
এম চোখ ডটকম,মেহেরপুর:
২০ বিশ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে মেহেরপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্ম বিরতি অব্যাহত রয়েছে। আজ সকাল থেকে জেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ক্লাস নেননি। ফলে শিক্ষার্থীরা এসে ক্লাস না করেও বাড়ি ফিরে গেছেন।
শিক্ষকররা বলছেন, সরকারের পক্ষ থেকে পাঁচ শতাংশ বাড়ানো হলেও তা মেনে নেয়নি শিক্ষক নেতারা। ফলে শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষকদের দাবি চলতি অর্থবছরে ০
১০ শতাংশ বৃদ্ধি করে আগামী অর্থবছরে পূর্ণাঙ্গ দাবি বাস্তবায়ন চান তারা। তা না হলে এ কর্মবরতি অব্যাহত থাকবে। সাথে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের ক্লাসবর্জনের কারণে প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপর। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস না করে ফিরে আসছেন।
শিক্ষার্থীরা জানান, সামনে এসএসসি পরীক্ষা। টেস্ট পরীক্ষার জন্য চুড়ান্ত প্রস্তুতি চলছে। এ অবস্থা চলতে থাকলে তারা সিলেবাস শেষ করতে পারবেননা। এসএসসির এই ব্যাচের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণিতে থাকা অবস্থায় করেনা মহামারির কবলে পড়েছিল। নবম শ্রেণিতে পড়েছিল নতুন কারিকুলামের বেড়াজালে। এবার এসএসসি পরীক্ষার আগে শিক্ষকের আন্দোলন।
উল্লেখ্য, রবিবার বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি সহ তিন দফা দাবিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে কর্মসূচী পালন করছিলো এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। অন্য দাবি দু’টো হলো, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।