70
মেহেরপুরে ঐতিহাসিক গ্রানাডা দিবস পালন
এম চোখ ডটকম,ডটকম,মেহেরপুর:
১৪৯২ সালে স্পেনের রাজা ফার্ডিল্যান্ড ও রানী ইসাবেলা কর্তৃক মুসলমানদের হত্যার প্রতিবাদে ঐতিহাসিক গ্রানাডা দিবস পালন করেছে কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদ মেহেরপুর । আজ মঙ্গলবার বিকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এই সংগঠনটি। মানববন্ধনে নেতৃত্ব দেন কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদ মেহেরপুরের সহকারী পরিচালক রেজাউল হক।
এসময় বক্তারা বলেন, ঐতিহাসিক গ্রানাডা ট্র্যাজেডি দিবস। মুসলিম উম্মাহর জন্য এটি অন্যতম শোকাবহ দিন। প্রায় সোয়া পাঁচশ বছর আগে এই দিনে রাজা ফার্দিনান্দ বিশ্ব ইতিহাসের ঘৃণ্যতম প্রতারণার মাধ্যমে স্পেনের রাজধানীতে হাজার হাজার মুসলমান নারী-পুরুষকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছিল। বিশ্ব খৃস্টান সম্প্রদায় এ দিনকে ‘এপ্রিল’স ফুল’ (এপ্রিলের বোকা) হিসেবে সাড়ম্বরে পালন করে থাকে। দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বিষয় হলো, বিশ্বায়নের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে মুসলমানদের মধ্যেও ‘এপ্রিল ফুল’ পালন করতে দেখা যায়। তথাকথিত প্রগতিবাদের ধ্বজাধারী, আকাশ-সংস্কৃতির মাধ্যমে বিভ্রান্ত খৃস্টান-ইহুদী চক্রান্তের শিকার মুসলমান তরুণ-তরুণীরাও এ দিনে প্রিয়জন, বন্ধু বা সহপাঠীদের বোকা বানানোর নানান প্রতারণামূলক আয়োজনে মেতে ওঠে, যা কি-না মুসলিম চেতনা ও সংস্কৃতির পরিপন্থী।