মেহেরপুরে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এম চোখ ডটকম, মেহেরপুর :
মেহেরপুরে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৬শে অক্টোবর) বিকেল ৪টায় মেহেরপুর জেলা কার্যালায়ে কেক কাটা ও আলোচনা সভা শেষে কোর্ট মোড়ে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে গণঅধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখা।
গণআধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও মেহেরপুর-২ আসনে গণঅধিকার মনোনীত এমপি প্রার্থী মোঃ রাইসুল হক।
মেহেরপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম।
এছাড়াও গণঅধিকার পরিষদ মিরপুর জেলা শাখার সমাজসেবা সম্পাদক মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক, মেহেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গোলাপ হোসেন সহ দলটির নেতাকর্মীরা।