মেহেরপুরে জাসাসের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি
এম চোখ ডটকম, মুজিবনগর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন রোকন মেহেরপুর সফর করেছেন।
তার এ সফরের মূল উদ্দেশ্য ছিলো—বিএনপির ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে তা তুলে ধরা। এ উপলক্ষে রোববার মেহেরপুর জেলা জাসাসের উদ্যোগে শহরের কোর্ট মোড় থেকে জেলা শিল্পকলা একাডেমি মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগে অংশগ্রহণকারীরা পথচারী ও সাধারণ জনগণের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা ও দিকনির্দেশনা তুলে ধরেন।
এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন উপস্থিত ছিলেন । এছাড়াও
মেহেরপুর জেলা জাসাসের সাধারণ সম্পাদক বাঁকাবিল্লা ,মুজিবনগর উপজেলা জাসাসের সভাপতি ও সঙ্গীতশিল্পী জুলফিকার খান হেলাল
,সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ,মেহেরপুর পৌর জাসাসের সভাপতি তৌফিকুর রহমান রানা ,সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান ,সাহিত্য বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান ,নির্বাহী সদস্য আকবর হোসেন ,গাংনী উপজেলা ও পৌর জাসাসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ,গাংনী উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সেলিম ,সাধারণ সম্পাদক আবুসালে মোহাম্মদ নাছিম ,গাংনী পৌর সভাপতি আলভি রহমান, সাধারণ সম্পাদক সৌহরাব হোসেন ,সাংগঠনিক সম্পাদক আতারুল জোয়ারদার ,জনসম্পৃক্ততা ও সাড়া গণসংযোগ কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর জাসাসের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিকে ঘিরে মেহেরপুরে প্রাণচঞ্চল ও উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি হয়।
বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা হলো দেশের জনগণের মুক্তির সনদ, যা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব।