এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে মেহেরপুর জেলা জামায়াতের তিন শীর্ষ নেতাসহ ৩৩ জনকে আটক করেছেন। রোববার বিকেলে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে গোপন সভা ও নাশকতার অভিযোগের মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত শনিবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৯ টার দিকে জেলার গাংনী উপজেলার ভাটপাড়ার চৌধুরী পাড়া জামে মসজিদে অভিযান চালিয়ে সরকার বিরোধী গোপন বৈঠকের অভিযোগে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ ৩০ নেতাকর্মীকে আটক করে গাংনী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জামায়াতের দলীয় চাঁদা উত্তোলনের খাতা, লিফলেট ও বিভিন্ন ধরণের ইসলামি বই জব্দ করা হয়।
এঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ডি ধারায় একটি মামলা দায়ের করে। মামলা নং ১১, তারিখ ১৩/০২/২২ খ্রিঃ। ওই মামলার এজাহার ভুক্ত আসামী হিসেবে তিন শীর্ষ নেতা জেলা জামায়াতের সেক্রেটারী ইকবাল হোসেন (৩৫), নায়েবে আমীর মাওলানা মাহাবুব-উল আলম (৫৫), জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক জারজিস হুসাইন (৬০) কে গ্রেফতার করে মেহেরপুর সদর থানা পুলিশ।
381
previous post