মেহেরপুরে নদীতে গোছলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ
এম চোখ ডটকম, মেহেরপুর :
মেহেরপুর সদর উপজেলায় ভৈরব নদে গোছলে নেমে মোহাইমিনুল ইসলাম (ছোট বাবু) নামের নবম শ্রেনীর শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
নিখোঁজ মোহাইমিনুল ইসলাম সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোভরাজপুর গ্রামের বাসিন্দা শিমুল হোসেনের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, চার বন্ধু মিলে ভৈরব নদে গোছলে নেমেছিলো। চার বন্ধুর মধ্যে মোহাইমিনুল ইসলাম সাতার জানতো না। সে নদীর কুলে বসে ছিলো। বাকি তিন বন্ধু নদীর পানিতে গোছল করছিলো। হঠাৎ করেই মোহাইমিনুল নদীর পানিতে পড়ে যায়। তার বন্ধুরা সঙ্গে সঙ্গেই প্রতিবেশীদের ডেকে আনেন তাকে উদ্ধার করতে। স্থানীয় লোকজন নদের পানিতে সাড়ে ৬ ঘন্টা খুজেও উদ্ধার করতে পারেনি। উদ্ধার অভিযান এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতে দেখা যায়