93
মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এম চোখ ডটকম,মেহেরপুর: অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর যুবদল। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সড়ক বিভাগের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে একটি মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, , পৌর যুবদলের সদস্য সচিব নওশেল আহমেদ রনি সহ জেলা যুবদলের নেতৃবৃন্দরা। এর আগে মেহেরপুর সড়ক বিভাগের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনীতির কারণে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের ষড়যন্ত্র চলছে, যাদের এখনো দুধের দাঁত ভাঙ্গেনি তারা বিএনপি কে নিয়ে বিষাদগার করে, খুলনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা করেছে কারা করেছে দেশের মানুষ তা জানে। এ ধরনের রাজনীতি কারা করে বুঝতে কারো বাকি নেই। আমরা রাজপথে লড়াই সংগ্রামে ছিলাম এবং এখনো আছি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে পিছানোর জন্য আজকে গুটি কয়েক দল উঠে পড়ে লেগেছে। এই ষড়যন্ত্র শক্ত হাতে দমন করব। এই সরকারের উদ্দেশ্যে বলেন, দেশে আইন-শৃঙ্খলা অবনতির দায় এই সরকারকে নিতে হবে। আমরা বিগত দিনে লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ ছিলাম এখনো থাকবো। অপরদিকে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কাউছার আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জেলা বিএনপির বড় বাজার কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম, সদস্য আলমগীর খান ছাতুসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।