মেহেরপুরে শীতকালীন পেঁয়াজের আধুনিক প্রযুক্তি নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা
এম চোখ ডট কম, ডেস্ক:
শীতকালীন পেঁয়াজের আধুনিক প্রযুক্তি নিয়ে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বারাদী হর্টিকালচারের উদ্যোগে রোববার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিজয় কৃষ্ণ হালদার। সভাপতিত্ব করেন বারাদী হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক হাবিবুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সামসুল ইসলাম ও সদর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
অণুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বারাদী হর্টিকালচার সেন্টারের উপসহকারি উদ্যান কর্মকতা গাওসুল আযম। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের চাষীরা অংশ গ্রহণ করেন।