1
মেহেরপুর জামায়াতের নির্বাচনী জনসভা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ
এম চোখ ডটকম,মেহেরপুর : আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে মেহেরপুরে নির্বাচনী জনসভার শেষ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে চলছে মঞ্চ তৈরি, ব্যারিকেট তৈরি, সাউন্ড সিস্টেম স্থাপন, ব্যানার টাঙ্গানো সহ অন্যান্য কার্যক্রম চালাচ্ছে জামায়াত। আগামীকাল বেলা ১১ টার দিকে এ জনসভার শুরু হবে বলে জানাচ্ছে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলায় নির্বাচনী জনসভায় আমীরের সাথে কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ থাকবেন বলে জানাচ্ছে স্থানীয় জামায়াত। জনসভা সফল করার উদ্দেশ্যে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে প্রচারণা চালানো হয়েছে। ২৫ থেকে ৩০ হাজার লোকের সমাগম করা হবে বলে জানাচ্ছে জামায়াত নেতৃবৃন্দ। জনসভাটি এলাকার নির্বাচনী মাঠকে আরো শক্ত করবে বলেও মনে করছে জেলা জামায়াত।