মেহেরপুর জেলায় এনসিপির পদযাত্রা ও সমাবেশের সময়সুচী
এম চোখ ডট কম, ডেস্ক:
বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে ঐতিহাসিক জুলাই পদযাত্রা কর্মসুচীতে আজ মঙ্গলবার মেহেরপুর জেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। জেলার ৩টি স্থানে পদযাত্রা ও সমাবেশ ঘিরে প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
বিকেল ৩টার দিকে পদযাত্রার বহর মেহেরপুর জেলায় প্রবেশে করবে। এর পরে বিকাল সাড়ে ৩টায় গাংনী বাস স্ট্যান্ড, সন্ধ্যা ৬টায় মেহেরপুর ডক্টর শহীদ সামসুজ্জো পার্ক ও রাত ৮টায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়েছেন এনসিপি মেহেরপুর জেলার নেতৃবৃন্দ। এছাড়াও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভাসহ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম রয়েছে বলে জানান নেতৃবৃন্দ।
এনসিপির আহবায়ক ও অন্তর্বতীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, ঢাকা দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ঢাকা উত্তারাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মূখ্য সয়গঠক নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।
এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে সড়কের বিভিন্ন স্থানে তোরণ এবং সমাবেশস্থল প্রস্তুত করা হয়েছে।