340
মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলা নবগঠিত শ্যামপুর ইউনিয়নের নতুন মদনা গ্রামে কার্ডধারীদের টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নতুন মদনাডাঙ্গা প্রাইমারি স্কুল মাঠে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। নবগঠিত শ্যামপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, ট্যাগ অফিসার শফিকুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত শ্যামপুর ইউনিয়নের মদনা গ্রামে ৪ শতাধিক কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। এছাড়াও ঝাউবাড়িয়া প্রাইমারি স্কুলে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে।