শেখ সফিঃ (০৮/০৩/২০২২)
গুড নেইবারস্ বাংলাদেশ, মুজিবনগর মেহেরপুর সিডিপি’র উদ্যোগে গুড নেইবারস্ মেহেরপুর সিডিপি’র অফিস চত্বরে আন্তজাতিক নারী দিবস/২০২২ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮মার্চ) মঙ্গলবার দুপরে ১২ টায় মেহেরপুর সিডিপি’র এডমিন অফিসার লরেন্স ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা। এসময় সিডিপি’র কো-অপারেটিভ অফিসার জয় চক্রবতী, হেলথ অফিসার পারভেজ আহমেদ, ডা: সাঝদিপ ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মিঃ শংকর বিশ্বাস, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কবিতা খাতুন। সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সদস্য ও স্পন্সর শিশুর মায়েরা এসময় উপস্থিত ছিলেন। শেষে সামাজিক উন্নয়নে রেহেনা খাতুন, সফল নারী জুলেখা খাতুন ও কমিউনিটি নেতৃত্বে স্বপ্না খাতুনকে বিশেষ অবদানের জন্য সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।
মেহেরপুর সিডিপি’র উদ্যোগে আন্তজাতিক নারী দিবস/২০২২ পালিত
652
previous post