মেহেরপুর-২ আসনে জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী
এম চোখ ডটকম, গাংনী:
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নির্বাচনী সমঝোতা হওয়ায় মেহেরপুর- ২ গাংনী আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদার জন্য আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাকিল আহমাদ।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
শাকিল আহমাদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সরকারি অ্যাটার্নি জেনারেল ও এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক এর দায়িত্ব পালন করছেন।
শাকিল আহমাদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, জামায়াত ইসলামসহ ৮ দলের সাথে এনসিপি’র নির্বাচনে সমোঝোতা জোট হয়েছে। সেই জোটের প্রার্থী হিসেবে মেহেরপুর -২ আসনে জামায়াত ইসলামের প্রার্থী নাজমুল হুদা মনোনীত হয়েছেন। আমি অ্যাডভোকেট শাকিল আহমাদ কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে গণভোট এবং শাপলা কলির বয়ান নিয়ে কাজ করেছি। আশা করি মানুষ জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই জোটকে বিজয়ী করবে।
পরিশেষে তিনি এনসিপির সকল নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ও একই সঙ্গে জোটের প্রার্থীর পক্ষে জনসমর্থনের জন্য কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।