যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হয়েছে মহান শহিদ ও আন্তর্জার্তিক মাতৃভাষা দিবস
এম চোখ ডটকম,মেহেরপুর:
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হয়েছে মহান শহিদ ও আন্তর্জার্তিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহরের শহিদ ডঃ সামসুজ্জোহা পার্কে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক ডঃ মুনছুর আলম খান। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহীনির পক্ষ থেকে পুলিশ সুপার রাফিউল আলম শ্রদ্ধা নিবেদন করেন। এর পর একে একে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, জেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সকালে প্রভাত ফেরী, শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ সহ দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হয়েছে মহান শহিদ ও আন্তর্জার্তিক মাতৃভাষা দিবস
229
previous post