এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর মোনাখালী ইউনিয়নের শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হলো শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরনে সকাল ৮টায় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, শিবপুর,ও অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ফকির মাহামুদের নেতৃত্বে বিদ্যালয় চত্তর থেকে প্রভাত ফেরী শুরু করে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। প্রভাত ফেরী শেষে বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ফকির মাহামুদ এবং প্রধান শিক্ষক এস.এম আব্দুস সালামের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করে বিদ্যালয়ের শিক্ষক গন পর্যক্রমে বিদ্যালয়ের শ্রেণী ওয়ারী পুস্পস্তবক অর্পণ করে ছাত্র ছাত্রীরা। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার চত্তরে প্রধান শিক্ষক এস.এম আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ম্যানিজিং কমিটির সভাপতি ফকির মাহামুদ, সহকারী প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎশাহী ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল হাসান বিপ্লব প্রমুখ।
শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে, পালিত হলো শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
239