মেহেরপুর জেলা প্রকৃতি ও পাখি ক্লাবের কমিটি গঠন
এম চোখ ডটকম,মেহেরপুর:
পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে প্রকৃতি ও পাখি রক্ষার কোন বিকল্প নেই। প্রকৃতি ও পাখি রক্ষায় স্বেচ্ছাসেবা প্রদানের লক্ষ্য নিয়ে মেহেরপুর জেলা প্রকৃতি ও পাখি ক্লাবের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
কমিটিতে দেশের বিশিষ্ট পাখি বিশারদ এমএ মুহিত সভাপতি, সাংবাদিক মাজেদুল হক মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর হেল্প ফাউন্ডেশন কার্যালয়ে প্রকৃতি ও পাখিপ্রেমিদের নিয়ে আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি রফিকুল আলম, বেন ইয়ামিন মুক্ত সম্পাদক, দিলারা জাহান কোষাধ্যক্ষ, মাহবুব আলম, মীর শামীম ও গোলাম রহমান ও ডালিম সানোয়ার সদস্য নির্বাচিত হয়েছেন।
এছাড়াও বিট্রিষ নাগরিক ও পাখি বিশারদ জেসম পেন্ডারকে প্রধান উপদেষ্টা করে প্রকৃতি ও পাখি নিয়ে কাজ করা দেশের বিভিন্ন এলাকার আলোকিত মানুষদেরকে এ কমিটির উপদেষ্টা সদস্য করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- মেহেরপুরের গাংনী সরকারি কলেজের শিক্ষক ও প্রকৃতিপ্রেমী এনামুল আযিম, মাসুদ রেজা, মেহেরপুর প্রেস ক্লাব সভাপতি ফলুল হক মন্টু, শরিফুল ইসলাম, সদানন্দ মন্ডল ফটিক, এস আই সোহেল, বক্তিয়ার হামিদ, মনিউল অলম বুলবুল ও অশেস বিশ্বাস।
আগামি দুই বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।