মুজিবনগর সীমান্তে আবারো পুষ ইন করেছে বিএসএফ। নারী ও শিশু সহ ৩০ আটক
এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর আনন্দবাস সীমান্ত দিয়ে নারী শিশু সহ ৩০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ মঙ্গলবার ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ও পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে।
আটককৃতরা সকলেই বাংলাদেশী বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কোম্পানী পরিচালক নাজমুল হাসান জানান, ফেরত পাঠানোদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে এবং পরে সীমান্তে এনে পুশব্যাক করে। অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, তারা বাংলাদেশী কিনা তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ২৫ মে ১৯ জন নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশের ঠেলে দেয় বিএসএফ। তারাও কাজের জন্য বিভিন্ন সময় ভারতে গিয়েছিল।