গাংনীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হোসাইন, সাহারবাটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা খাতুন, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, সড়কে শৃঙখলা ফেরাতে ট্রাফিকিং জোরদার করা, পুলিশের কার্যক্রম গতিশীল করতে আহবান জানানো হয়।