মেহেরপুরের গাংনীতে ধান তুলতে গিয়ে বজ্রপাতে রিতা খাতুন নামের এক নারী নিহত। আহত আরেক নারী
এম চোখ ডটকম, গাংনী :
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থানে বজ্রপাতে এক নারী নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি চলাকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন রায়পুর গ্রামের সৌদি প্রবাসী কিয়ামুদ্দিন এর স্ত্রী রিতা খাতুন। আহত নারী সাহারবাটি গ্রামের বাবলুর স্ত্রী ফাতেমা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠ থেকে বোরো ধান কেটে গাড়িতে করে বাড়ি আনা হচ্ছিল। রিতা খাতুন ওই গাড়ির পিছে পিছে বাড়ি আসছিলেন। বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে নিয়ে আসে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে সাহারবাটি গ্রামের বাবলুর স্ত্রী ফাতেমা খাতুন বাড়ির টিউবয়েলে পানি তুলতে গিয়েছিলেন। বজ্রপাতে গুরুতর আহত হলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়ায় রেফার করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গাংনীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম।
এদিকে গাংনী হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম রিতার মৃত্যু নিশ্চিত করেছেন এরপরেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।