মেহেরপুরে বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি
এম চোখ ডটকম, গাংনী :
বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। আজ শনিবার দুপুরে গাংনীর পূর্ব মালসাদহ সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয় টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবি এম মহিউদ্দীন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানে কেক কাটা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজয় টিভির মেহেরপুর প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক মজনুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক মাহাবুব আলম। বক্তারা বলেন, বিজয় টিভি শুরু থেকেই গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের সংবাদমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টেলিভিশন চ্যানেলটি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি স্থানীয় সংবাদেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। সব সময় সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ ছিলো আছে এবং ভবিষ্যতেও থাকবে। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ।