গাংনীতে বাঁশ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের বাঁশ ব্যবসায়ী খাইরুল ইসলামরে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গেল রাতে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে তার বাড়ি থেকে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ খাইরুল ইসলামের।
খাইরুল ইসলাম জানান, গেল রাত দেড়টার দিকে তিনি নিজ বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। এসময় ৩ জন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র গলায় ঠেকিয়ে ঘরে থাকা ২ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ডাকাতির সময় এক ব্যক্তির পরিচয় শনাক্ত করেছেন বলে খাইরুল ইসলাম পুলিশের কাছে জানিয়েছেন। ওই ব্যক্তিকে আটকের চেষ্টা এবং ঘটনার তদন্ত করছে পুলিশ।