গাংনী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রেজা, সম্পাদক মাহাবুব আলম
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের ঐতিহ্যবাহী গাংনী প্রেসক্লাবের দ্বি বার্ষিকী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা সভাপতি ও বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুব আলম সাধারণ সম্পাদক হিসেবে পুণরায় নির্বাচিত হয়েছেন। বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাৎসরিক আয়- ব্যায়ের হিসেব দাখিল করা হয়। এ ছাড়াও ৬জন সদস্যকে পুর্ণাঙ্গ সদস্যপদ দেওয়া হয়। পরে কমিটি গঠনে আলোচনা করা হয়। এতে সর্ব সম্মতিক্রমে বিগত কমিটিই আগামী দুই বছর মেয়াদকাল দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মজনুর রহমান আকাশ (সহসভাপতি), দৈনিক ভোরের ডাক পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি জুরাইস ইসলাম (যুগ্মসম্পাদক), বাংলাদেশ বার্তা প্রতিনিধি তাহেরুল ইসলাম তপন (কোষাধ্যক্ষ), এছাড়াও মিজানুর রহমান (সাংগঠনিক সম্পাদক), জিনারুল ইসলাম দিপু (দপ্তর সম্পাদক)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, দেশের কণ্ঠের নুহু বাঙ্গালী, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি রাজিবুল হক সুমন, এনটিভি প্রতিনিধি রেজ আন উল বাশার তাপস। আরও উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রমজান আলী, সাংবাদিক এসএম রফিকুল আলম বকুল, কালবেলা প্রতিনিধি কৌশিক বাপ্নি, মেহেরপুরের চোখ বার্তা সম্পাদক মীর শামীম ও শাহীন আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।