ইসলামী ছাত্র শিবিরের মেহেরপুর জেলার নতুন কমিটি ঘোষণা
এম চোখ ডট কম, ডেস্ক:
মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫ সাংগঠনিক সেশনের (ষান্মাসিক-অর্ধ বছর) বাকি সময়ের জন্য আব্দুস সালামকে সভাপতি ও সাইদুর ইসলামকে সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে জেলা কার্যালয়ে জরুরী সদস্য সমাবেশ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
সমাবেশ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া। পরিষদের সিদ্ধান্তের আলোকে তিনি আব্দুস সালামকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন এবং সাংবিধানিক শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে সাইদুর ইসলামকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক জেলা সভাপতি সোহেল রানা ডলার ও ইকবাল হোসাইন।
প্রধান আলোচক হিসেবে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন মেহেরপর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের মাওলানা তাজ উদ্দিন খান।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।