গাংনী প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।
এম চোখ ডটকম,গাংনী: গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকালে গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রধান অনুষ্ঠিত হয়।
প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গাংনী প্রি-ক্যাডেট্ এন্ড হাই স্কুলের সাবেক সভাপতি এ্যাড.শফিকুল আলম, অবসর প্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার ও গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক আনোয়ার হোসেন,ভাইস পিন্সিপাল জালাল আহমেদ,অভিভাবক সদস্য আব্দুর রকিব,আব্দুর ওয়াদুদ, বিদ্যালয়ের সকল শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।
সংবর্ধনা অনুষ্ঠানে ৪০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয় সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা।