মেহেরপুরের বারাদীতে কৃষক সংগঠন মুল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত
এম চোখ ডটকম, ডেস্ক :
মেহেরপুরের বারাদী ইউনিয়নে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪ টায় বারাদী বাজার হাটচালা প্রাঙ্গণে কৃষক কৃষাণীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়ক (সিমিট) জাকারিয়া হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা চায়না পারভিন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস,এম কুতুব উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম।