মেহেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
এম চোখ ডটকম,মেহেরপুর: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, পাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। দিনটি উপলক্ষে আজ সকাল সাড়ে নটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সিভিল সার্জন ডা.এ.কে.এম আবু সাঈদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হামিদুর রহমান এসময় সেখানে উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তর ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন শিক্ষার্থী সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশ গ্রহন করেন। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ র্যালির আয়োজন করেন।