নদীতে বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধন ।। জরিমানা
এম চোখ ডট কম, গাংনী:
ভৈরব নদে বাঁধ দিয়ে দেশীয় মাছের প্রজাতি ধ্বংসের অপরাধে রাশেদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহিস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।
একই অভিযান দল সড়ক পরিবহণ আইনে হেলমেট না থাকার অপরাধে ৬ মোটরসাইকেল চালকের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাথুলি বাজারের কাছে ভৈরব নদে অবৈধভাবে বাঁধ দিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংস্লিষ্ট ধারা অমান্য করে মাছ শিকার করা হচ্ছিল। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও স্বাভাবিক চলাচলে বাঁধা সৃষ্টির হয় মারাত্মকভাবে। তাছাড়া নদের গতিপথে মারাত্মক বাঁধা সৃষ্টিতে পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে। এ অপরাধে কুতুবপুর গ্রামের রাশেদুল ইসলামের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে তার বাঁধ অপসারণ করা হয়। আরও কয়েকটি বাঁধ দ্রুত অপসারণ করতে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।