এম চোখ ডটকম মুজিবনগর : মুজিবনগর উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং মেহেরপুর জেলা বিএনপির সদস্য ও মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মশিউর রহমান এর সঞ্চালনায় এই দোয়া মাহফিলে অনুষ্ঠানে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,মোনাখালী ইউনিয়নের সভাপতি রাইয়ানুল ইসলাম,বাগোয়ান ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম , মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। তার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।