গাংনীর কাজিপুর সীমান্তে বাংলাদেশী হিসেবে ৩৯ জনকে হস্তান্তর
এম চোখ ডটকম, গাংনী:
গাংনীর কাজিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশী হিসেবে নারী ও শিশু সহ ৩৯ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক সীমানা পিলার ১৪৭ পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবি সুত্রে জানা গেছে, হস্তান্তর হওয়া সকলেই বাংলাদেশের নাগরিক। তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল। ভারতীয় পুলিশ তাদেরকে বাংলাদেশী হিসেবে গ্রেফতার করে ফেরত পাঠিয়েছে। তাদেরকে পরিবারের কাছে পাঠানোর লক্ষ্যে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।
হস্তান্তর হয়ে আসা ব্যক্তিরা ফরিদপুর, যশোর, খুলনা, নওগা ও চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।