মেহেরপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ
এম চোখ ডটকম,গাংনী:
প্রকৌশল কর্মক্ষত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়দের যথাযথ কর্মক্ষেত্র নির্ধারণ ও ১০ গ্রেডভুক্ত উপসহকারি প্রকৌশলীদের পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়দের জন্য সংরক্ষণ অব্যহত রাখাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইডিইবি সেক্রেটারি ইঞ্জি: মারুফ হোসেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মেহেরপুর জেলা শাখার আহবায় ইঞ্জি: রাশেদুল ইসলাম বোরহান, ইঞ্জি: মাসুদ পারভেজ, আইডিইবি সাংগঠনিক সম্পাদক
আব্দুল আলিম, সদস্য, ইঞ্জিঃ জামাল উদ্দিন, ইঞ্জিঃ ওয়াহেদ হাসান ও তাওফিকুর রহমানসহ সহ নেতবৃন্দ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবার স্মারকলিপি প্রেরণ করা হয়।