গাংনীতে অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা!! ১০ হাজার টাকা জরিমানা
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীতে অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অপরাধে আশরাফ নামের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতৈর বিজ্ঞ হাকিম আনোয়ার হোসেন এ দণ্ড প্রদান করেন।
জানা যায়, কসাই আশরাফ আজ সোমবার ভোরে একটি অসুস্থ মৃতপ্রায় গরু কিনে শহরের পূর্ব মালসাদহ গ্রামে নিজ গোয়াল ঘরে নিয়ে আসেন। এবং পৌরসভার কর্মচারী মিলনের নির্দেশনায় কোন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরুটি জবাই করেন এবং মাংস বিক্রির চেষ্টা চালান।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন অভিযান চালিয়ে জবাইকৃত মাংস জব্দ করে বিনষ্ট এবং সাক্ষ্য প্রমাণ ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে দশ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুত্তালেব আলী, ভেটেনারি সার্জন আরিফুল ইসলাম সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।