মুজিবনগরে জাতীয় নাগরিক পার্টির উঠানে নতুন সংবিধান বিষয়ক আলোচনা সভা
এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এক উঠান বৈঠক ও সংবিধান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় মুজিবনগর কমপ্লেক্সের পর্যটন মোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব সারোয়ার তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্ল্যা রহমাতুল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা শাখার যুগ্ম মুখ্য সমন্বয়ক ও প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সমন্বয়কারী আরিফ খান, সদস্য শাওন শেখ, মুজিবনগর উপজেলা প্রধান সমন্বয়কারী আল মামুন (সেন্টু), উপজেলা যুগ্ম সমন্বয়কারী তরিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং সমাজে বিরাজমান সকল বৈষম্য দূরীকরণে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, ‘জুলাই সনদ’ আগামী নির্বাচনের পূর্বেই বাস্তবায়ন করতে হবে এবং এমন একটি সংবিধান গঠন করতে হবে যেখানে কোনো রাজনৈতিক দল আর জনগণকে শাসন বা শোষণ করতে না পারে।
বক্তারা দাবি করেন, জনগণ যখন তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে নামে, তখন রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে যেন আর কোনো নাগরিক প্রাণ না হারায়, তা সংবিধানে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
সভায় নাগরিক অধিকার, রাষ্ট্রীয় জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে।
বক্তারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও দিকনির্দেশনা প্রদান করেন।