31
মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শাকিল গ্যাংয়ের তিনজন আটক
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরে যৌথ বাহিনীর এক অভিযানে শাকিল গ্যাংয়ের তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, একটি নকল পিস্তল, তিনটি ওয়াকিটকি সেট ও চার্জার এবং মাদকদ্রব্য ও এর সরঞ্জামাদি।
শুক্রবার মধ্যরাতে মেহেরপুর শহরের হালদার পাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা এই অভিযান চালায়।
আটকৃতরা হচ্ছে- আকাশ ওরফে সাকিল গ্যাংয়ের সদস্য আকাশ, রায়হান ও সজিব।
আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের লক্ষ্যে র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা। র্যাব ১২ গাংনী ক্যাম্প থেকে মামলা সহ সদর থানায় প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।