বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাংনীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এম চোখ ডট কম, গাংনী:
বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে গাংনী হাসপাতাল বাজারে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, প্রধান বক্তা ছিলেন গাংনী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারগি আহমেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমতারা, জেলা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজানুল হক ইমনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আলোচনা সভা শেষে একটি বর্ণনাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।