কৃষক গেলেন মরিচ ক্ষেতে, মোটরসাইকেল গেল কোথায় ?
এম চোখ ডট কম, গাংনী:
রাস্তার পাশে মোটরসাইকেল রেখে মরিচ ক্ষেতে গিয়েছিলেন কৃষক রাব্বি। ক্ষেতের দেখভালের জন্য কিছুটা সময় কেটে গেল। আর এ সুযোগ কাজে লাগিয়েছে চোর। এপাচি ফোর ভি মোটরসাইকেলটির ঘাড় তালা ভেঙ্গে পালিয়ে গেল কোন বাধা ছাড়াই। কিছুক্ষণ বাদে যুবক রাব্বি ফিরে এসে মাথায় হাত। মাঠের কৃষককের কাছে জিজ্ঞাসা করেও মিলল না মোটরসাইকেল নিয়ে যাওয়ার কোন তথ্য। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা সিন্দুরকৌটা গ্রামের মাঠে।
জানা গেছে, সাধ্যমত খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির কোন হদিস মেলেনি। কাল রংয়ের ১৬০ সিসি এপাচি ফোর ভি মোটরসাইলেকটির রেজিস্ট্রেশন নম্বর মেহেরপুর ল ১২-২৮১৪। শখের বাইক উদ্ধার ও চোর আটকের দাবি নিয়ে থানায় গিয়েছিলেন ভুক্তভোগী রাব্বি। গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করার জন্য আবেদন করেছেন তিনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে মাঠে রাখা মোটরসাইকেল চুরির প্রবণতা বেড়েছে। কৃষকরা রাস্তার পাশে মোটরসাইকেল রেখে নিশ্চিত মনেই মাঠের কাজ করতেন। সেই মোটরাসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতংক বিরাজ করছে কৃষকদের মনে। দ্রুততম সময়ের মধ্যে চোর শনাক্ত করে মোটরসাইকেল উদ্ধার করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।