মরণব্যাধি ক্যান্সার কেড়ে নিল সহকারী শিক্ষিকা সুমির প্রাণ
এম চোখ ডট কম, বারাদী:
দীর্ঘ একযুগ মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন নাহার সুমি(৪৭)। সুমি মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রফিক উল আলমের বড় মেয়ে।
নাননীজ নাহার সুমি ১৯৯৯ সালে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করে অদ্যবধি তিনি সেখানে কর্মরত ছিলেন। তার স্বামী আব্দুস সালাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঝিনাইদহ দপ্তরের উপ-পরিচালক ও চুয়াডাঙ্গার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালে তিনি প্রথম ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। রোগ সনাক্তের পর থেকে তিনি ইন্ডিয়াতে চিকিৎসা নিয়ে স্বাভাবিক হয়ে যায়। পরবর্তীতে ২০২৩ সালে ক্যান্সারের জীবানু আবারও মারাত্মক আকার ধারন করে। তারপর থেকে তিনি এই দীর্ঘ সময় ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসা নেয়। সর্বশেষ গত আগষ্ট মাসের ২৯ তারিখে ঢাকা থেকে গ্রামের বাড়ীতে আনা হয়। পরবর্তীতে গত মঙ্গলবার (১৬/০৯/২৫) সন্ধ্যায় তাকে মেহেরপুরের তাহের ক্লিনিকে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করে। মৃত্যু কালে তিনি দুই মেয়ে স্বামী বাবা-মা ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ৮ টায় মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাযা শেষে চুয়াডাঙ্গার জান্নাতুল মাওয়া কবরস্থানে শ্বশুরের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এ ঘটনায় মেহেরপুর প্রেস ক্লাব, গাংনী প্রেস ক্লাব, মুজিবনগর প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।