বাগোয়ান ইউনিয়নে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ
এম চোখ ডটকম, মুজিবনগর :
জনগণের সমর্থন কখনো পরাজিত হয় না এই স্লোগানে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভবরপাড়া ও সোনাপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। পথসভায় নেতারা বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় স্থানীয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব আমিরুল ইসলাম।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম ,বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ,মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবীর ,দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান ,মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন ,কর্মসূচিতে বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পথসভা শেষে নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলনে আরও ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।