গাংনীর পাকুড়িয়া বিলের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
এম চোখ ডটকম, গাংনী :
গাংনীর পাকুড়িয়া পেকির বিলে বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে ৪ লাখ টাকার মাছ। মাছ চাষে বড় ধাক্কা খেয়ে পথে বসার উপক্রম মৎস চাষী খাজা উদ্দীনের। বৃহস্পতিবার রাতে মাছ মারার বিষয়টি নজরে আসে।
অভিযোগে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা হিজুলি গ্রামের মৎস্য চাষী খাজা উদ্দীন গাংনীর পাকুড়িয়া পেকির বিলে বেশ কয়েকটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পুকুর পাহারাদার দেখতে পান একটি পুকুরে বিভিন্ন প্রজাতি মাছ ভেসে উঠছে। তখন খকর দেওয়া হয় মৎস চাষী খাজা উদ্দীনকে। শুক্রবার ভোরের দিকে খাজা উদ্দীন পুকুর থেকে মরা মাছের নমুনা সংগ্রহ করেন। প্রতিকারের জন্য অভিজ্ঞ মৎস চাষীদের দ্বারস্থ হন তিনি। নমুনা দেখে প্রায় সকলেই ধারণা দেন যে দানা জাতীয় বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হচ্ছে।
খাজা উদ্দীনের অভিযোগ, পাকুড়িয়া গ্রামের কয়েকজন কারেন্ট জাল দিয়ে তার পুকুরে মাছ ধরছিল। তাদেরকে বাধা দেওয়া হয়। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় তাদেরকে দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন খাজা উদ্দীন। তবে অভিযোগ অস্বীকার করেছেন নুহু মিয়াসহ কয়েকজন।