গাংনীতে সরকারি সার জব্দ ।। খুচরা ব্যবসায়ীকে জরিমানা
এম চোখ ডট কম, গাংনী:
গাংনীতে বিএডিসি ডিলারের সার খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিভিন্ন জায়গায় পাচারের সময় আটক করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার সকালে গাংনীর কাথুলি বিজিবি ক্যাম্পের সহযোগিতায় বিএডিসের ১৫ বস্তা সরকারি স্যার আটক করা হয়।
পরে গাংনী সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন ও উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন ঘটনাস্থলে আসেন। এ সময় তারা সারের মালিক রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবু সামাদকে চিহ্নিত করেন। সার ব্যবস্থাপনা সংশোধন আইন ২০১৮ এর ৮(১) ধারায় আবু সামাদকে দোষী সাব্যস্ত কেরে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে জব্দকৃত ১৫ বস্তা ডিএপি সার কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়। যা পরবর্তীতে স্থানীয় বিএডিসি ডিলারদের মাধ্যমে কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হবে বলে ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়।