মেহেরপুরে সদর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
এম চোখ ডটকম, মেহেরপুর :
মেহেরপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে “সদর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং শৃঙ্খলাবোধ ও ঐক্য সৃষ্টি করে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, পার্থ প্রতিম শীলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আমদহ ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়ন দল। খেলা উপভোগে স্টেডিয়ামে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা যায়।