শীত কাকে বলে ? মেহেরপুরে শীতের আগমন
এম চোখ ডট কম, ডেস্ক:
মেহেরপুর জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলছে হালকা কুয়াশার। শুরু হয়েছে নবান্নের আমন ধান কাটামাড়াই কাজ। সাত সকালে ধানের শীষে বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শেষ রাতে হালকা শীতের অনূভুতি হলেও দুপুর থেকে বিকেল পর্যন্ত গরমের অস্বস্তি কাঁটছে না। তাই অনেকের মনে প্রশ্ন, তাহলে কবে আসবে শীত? আসলে শীত কাকে বলে ?
প্রকৃতিতে ঠাণ্ডা আবহাওয়া আর কুয়াশা মানেই আমরা জানি শীত এসে গেছে। তবে আবহাওয়া অফিসের সুত্র অনুযায়ী শীতের স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, শীত অনুভূত হলেই তা শীতকালের শুরু নয়। সাধারণত রাতের তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে নেমে আসলেই তাকে শীত বা শীতকাল বলা হয়।

এছাড়া শীতকাল বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া। এ বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি বা তারও নিচে নামতে শুরু করে তখনই শীতের অনুভূতি বৃদ্ধি পায়।
উদারহণ দিয়ে তিনি বলেন, ধরেন দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রি আর রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি বা তার কম হয় তখন বোঝা যাবে শীত চলে এসেছে। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য যদি ১০ ডিগ্রিরও বেশি হয় সেটি প্রকৃতিতে শীতের বার্তা দেয়।
আবুল কালাম মল্লিক আরও বলেন, বাংলাদেশে সাধারণত মধ্য নভেম্বর থেকেই দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে শীত নামতে শুরু করে। সে হিসেবে নভেম্বরের ১৫ তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় শীতের আগমন টের পাওয়া যাবে। তবে ঢাকায় সেটি আসতে আরও কিছুটা সময় লাগতে পারে।

মেহেরপুরে শীতের আগমন
গেল দুদিন ধরে মেহেরপুরে শীতের আগমনে পাল্টে যাচ্ছে প্রকৃতির চিত্র। ভোর থেকে শীতের পোষাক পরেই ঘর থেকে বের হচ্ছেন মানুষ।
দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমতে শুরু করেছে। দিনে কিছুটা গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের শরীরে দেখা যাচ্ছে শীতের পোশাক।
মেহেরপুরের প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজ ( ১১ নভেম্বর) ভোর ৬টায় সর্বনিম্ন ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।