মুজিবনগরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজিবনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজিবনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মুফতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি আল আমিন উপস্থিত ছিলেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসরাফিল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং সুশাসন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।
নেতৃবৃন্দও যে কোনো সামাজিক ও মানবিক কাজে প্রশাসনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।সাক্ষাৎ শেষে সবার মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়।