মেহেরপুরে অপহরণের ৫ ঘন্টা পর কলেজ শিক্ষার্থী উদ্ধার
এম চোখ ডটকম, মেহেরপুর :
মেহেরপুর অপহরণের ৫ ঘন্টা পর মাহিদ হোসেন (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গেল রাত সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার টেংরামীর গ্রামের একটি সেতুর কাছ তাকে উদ্ধার করা হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় অপহরণকারী দলের সদস্যরা। মহিদের বাড়ি মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামে। সে ঐ গ্রামের আমির হোসেনের ছেলে। গ্রামের একজন কিটনাশক ব্যবসায়ী।
পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহিদ দু’টি মোটর সাইকেল নিয়ে ৪ বন্ধু মিলে মেহেরপুর শহরের একটি রেস্টুরেন্টে যায়। সেখানে খাওয়া-দাওয়া শেষ করে সন্ধ্যার সময় বাড়ির দিকে রওনা দেয়। ফেরার পথে কোমরপুর-মহাজনপুর গ্রামের সড়কের মাঝখানের পৌঁছালে অস্ত্রের মুখে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে করে চার ব্যাক্তি। সেখান থেকে তিনজনকে ছেড়ে দিলেও মাহিদের চোখ বেঁধে মাঠের মধ্যে নিয়ে যায়। টেংরামারী গ্রামের মাঠের একটি সেতুর কাছে মহিদের মুঠোফোন থেকে তার বাবার কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। চলতে থাকে দেনদরবার। একপর্যায়ে দুই লাখ ২০ হাজার টাকা দিতে রাজি হন তারা। পরে সেই টাকা একটি ব্যাগে করে মহিদের মামা বের হোন অপহরণকারীর উদ্দেশ্যে। পিছু নেয় পুলিশও। রাত সাড়ে ৩ টার দিকে সেতুর কাছে অপহরণকারীদের হাতে টাকা তুলে দিতে যান তার মামা। পুলিশের উপস্থিতি টের পেয় দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায় অপহরণকারীরা। মাহিদকে নিরাপদে নিয়ে অপহরকারীদের পিছু নেয় পুলিশ। তবে এ ঘটনায় পুলিশের কোন সদস্য আহত হননি। পিছু ধাওয়ার পরও অপহরণকারীর কোন সদস্যকে আটক করতে পারেনি পুলিশ।
তিনি আরো বলেন, আসামীদের চিহ্নত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
মাহিদের বাবা আমির হোসেন জানান, অপহরণকারীদের যেহেতু চিহ্নিত করতে পারেনি। তাই মামলা করার কোন ইচ্ছে নেয়। তবে পুরো পরিবার এখন আতঙ্কিত।