মুজিবনগর মোনাখালী ইউপি সদস্য সিরাজুল ইসলামের নিজ উদ্যোগে কম্বল বিতরণ।
এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম। তাঁর ব্যক্তিগত উদ্যোগে বুধবার বিকেলে রামনগর গ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড কার্যালয়ে ১৫০ জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজিমুদ্দিন গাজী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আরমান আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহাগ, রমজান আলী, ইসরাফিল গাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ শেষে ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫–১৬ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ইউনিয়ন পরিষদ থেকে তেমন কোনো বরাদ্দ পাননি। তবুও প্রতি বছর শীত মৌসুমে নিজ উদ্যোগে ওয়ার্ডের গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সামর্থ্য থাকলে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শীতের তীব্রতায় যখন অসহায় মানুষ দিশেহারা, তখন একজন জনপ্রতিনিধির এমন মানবিক পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসার দাবি রাখে। তারা জানান, এ ধরনের সহযোগিতা শুধু শীত নিবারণই নয়, দরিদ্র মানুষের মাঝে ভালোবাসা ও আশার আলো জাগিয়ে তোলে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এলাকাবাসী।
মুজিবনগর মোনাখালী ইউপি সদস্য সিরাজুল ইসলামের নিজ উদ্যোগে কম্বল বিতরণ
1
previous post