তরুণ জাগরণ ক্রীড়া সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন
এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগরে তরুণ জাগরণ ক্রীড়া সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
টুর্নামেন্টের প্রধান স্পন্সর হিসেবে রয়েছে বসুন্ধরা ফার্নিচার গ্যালারি এবং সার্বিক সহযোগিতায় রয়েছে আনন্দ বাস এক্সপ্রেস। এছাড়াও দ্বিতীয় স্পন্সর হিসেবে সহযোগিতা করেন লিটন ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি, যার পরিচালক রাজু আহমেদ লিটন।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক মো. লালচাঁদ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম, নাহিদ, নাজমুল, মাহাফুজ, রাফিউল, সম্রাট, হারুন, হানেফ, রেজা, মিলন শামিমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আজ শনিবার চকশ্যামনগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সুবিদপুর একাদশ ও যাদবপুর একাদশ। টস জিতে যাদবপুর একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৪ ওভারের খেলায় ১৩.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিদপুর একাদশ ১২ ওভারে মাত্র ৬৬ রানেই অলআউট হয়ে যায়।
ফলে যাদবপুর একাদশ ৪৯ রানে জয়লাভ করে। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য যাদবপুর একাদশের হোসাইন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তিনি ব্যাট হাতে ২৫ বলে ৩৮ রান করার পাশাপাশি বল হাতে এক ওভারে ১১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।
উল্লেখ্য, টুর্নামেন্টটি ১৪ ওভারে সীমাবদ্ধ রাখা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট স্থানীয় তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।